ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৪ ৬:৫৫ এএম

বাংলাদেশি। বুধবার ঈদের দিনে, স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম উতুসান মালে জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া নামে ৩ বাংলাদেশি।

গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ সোহেল (২৪) নামে অপর একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লাগে। পরে একটি লরি পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনার শিকার হওয়া ৭ বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন। সড়ক পরিবহন আইনের ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করছে কাম্পার পুলিশ।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...