প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ৩:১৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গরীবের বন্ধু হিসেবে আখ্যায়িত করলেন দুর্যোগ ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি রবিবার বিকেলে টেকনাফে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরন কালে এই কথা বলেন।
মন্ত্রী বলেন, এমপি বদি সবসময় গরীবের কথা বলেন। তিনি গরীব মানুষেন অধিকার আদায়ে সবসময় সোচ্চার। টেকনাফে এই ঘুর্নিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষদের নিজে এগিয়ে এসে তাদের সহায়তা দিয়েছেন। মেই সাথে এই এলাকার উন্নয়নের জন্য তিনি সবসময় কাজ করে যাচ্ছেন।
এসময় মন্ত্রী এমপি বদির হাত উচু করে আগামীতে বদিকে এমপি বানিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
মন্ত্রী আরো বলেন, যাদের ঘর-বাড়ির ক্ষতি হয়েছে তাদের সুষ্ঠু তালিকা করতে হবে। তালিকা করে তাদের সহায়তা দেয়া হবে। মেই সাথে নতুন আরো আশ্রয় কেন্দ্র করা হবে।
মন্ত্রী ১৫০০ পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, ত্রান সচিব শাহ কামাল, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ আলী, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া প্রমূখ।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...