
ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি ২৮ রোহিঙ্গা কে আটক করেছে র্যাব। এসময় একজন আশ্রয়দাতাকেও আটক করা হয়।
রবিবার ( ১২ অক্টোবর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং- ওয়ার্ডের পশ্চিম শিকদার পাড়ার কয়েকটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করা হয় বলে র্যাব ১৫’র সহকারী পরিচালক আ.ম. ফারুক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জানায়,ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫’র সিপিসি ১ টেকনাফ ক্যাম্পের একটি দলের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ক্যাম্পের বাইরে এসে অবৈধভাবে বসবাসকরা নারী-পুরুষ শিশুসহ ২৮ রোহিঙ্গা কে আটক করে।
অভিযানে আটক করা হয় স্থানীয় আশ্রয়দানকারি বোরহান উদ্দিন (১৮) নামের একজন কে। সে হোয়াইক্যং ইউনিয়নের, কানজর পাড়ার রশিদ আহম্মদের পুত্র,বর্তমানে হ্নীলার ৫ নং ওয়ার্ডের পশিচ্ম শিকদার পাড়ার বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।

পাঠকের মতামত