প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৫:০০ পিএম , আপডেট: ০৫/০৪/২০২০ ৫:০৫ পিএম

দেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। আজ রবিবার (০৫-০৪-২০২০) কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটসের সহযোগিতায় নৌসদস্য রাউপ জেলার বড়ইছড়ি সদর, কলেজ রোড, বড়ইছড়ি বাজারও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।এসময় জন সমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে হাতে জীবাণু নাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। পাশাপাশি আশেপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক ঔষধ ছেটানো হয়।

এসময় নৌসদস্যরা জন সমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেই সাথে তারা করোনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচতেনতা তৈরি করতে বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।

পাঠকের মতামত

কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী কনস্টেবল প্রার্থীদের বিনামূল্যে পরিবহন দেবে পুলিশ

কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ...

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...