মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে কক্সবাজারে সম্মিলিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত ১৫ জানুয়ারী শুরু হওয়া এ অভিযানের সপ্তম দিনে সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন যৌথভাবে কলাতলী হ্যাচারী জোন ও সংলগ্ন সমুদ্র সৈকতে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফর রহমানের নেতৃত্বে সকাল ১০ টায় অভিযান শুরু হয়। কলাতলী বীচ পয়েন্ট, হ্যাচারী জোন, বড়ছড়া ও দরিয়ানগর সৈকতসহ বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী এ অভিযানে প্রায় ৭০ হাজার মিটার দৈর্ঘ্যের ৫২ টি বড় আকারের কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল বিকালে সৈকত এলাকায় জনসমক্ষে পুড়িয়ে নষ্ট করা হয়। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ডেপুটি চীফ ফেরদৌস আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তারা এবং সদর মডেল থানার পুলিশ ফোর্স অভিযানে অংশগ্রহন করেন।
পাঠকের মতামত