প্রকাশিত: ৩০/১১/২০১৯ ৭:২৪ এএম

কক্সবাজারে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণ ভবনে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এই নির্দেশ দেন। এই দিন গণ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন অনূর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল ও উয়েফা অনূর্ধ-১৫ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়-কর্মকর্তারা। এসময় সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- বাফুফের এজ লেভেল ফুটবলের টিম লিডার, বাফুফে সদস্য, কক্সবাজারের সাবেক কৃতি ফুটবলার বিজন বড়ুয়া। তিনি প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানের গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে সাথে ইতোপুর্বে কক্সবাজার জেলা আওয়ামী লীগের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মানে তাঁর ঘোষণার অগ্রগতি জানতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। এদিকে বাফুফে সদস্য বিজন বড়–য়া জানান- মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায় চিহ্নিত ১১ একর জায়গায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মানে কাজ শুরু করতে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নির্দেশ দিয়েছেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী সহসা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে উদ্যোগ নেয়ার কথা জানান।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...