প্রকাশিত: ১৩/০৪/২০২২ ৩:১০ এএম

কক্সবাজার শহরের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আবুল কালাম আজাদ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের শুতরিয়া পাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কক্সবাজার শহরের হাজি পাড়া এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টার দিকে আবুল কালাম আজাদকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন ইজিবাইকের (টমটম) যাত্রীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। আবুল কালাম আজাদ ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা ছুরিকাঘাতের পর আবুল কালাম আজাদকে সড়কে ফেলে রেখে তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে, ছিনতাইকারীকে তাঁকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।’

সম্প্রতি কক্সবাজার শহরে আশঙ্কাজনক হারে ছিনতাই ও চুরির ঘটনা বেড়েছে। অপরদিকে গত পাঁচ দিনে জেলায় দুই রোহিঙ্গাসহ সাতজন খুন হয়েছেন। এতে সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার সাংবাদিক আমিন হত্যা: ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা

উখিয়ার সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি ...

কক্সবাজারে বাঁকখালী নদীর কাশফুল বাগান রক্ষায় কক্সিয়ান এক্সপ্রেসের আহ্বান

কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের পর প্রকাশ্যে এসেছে মনোমুগ্ধকর কাশফুল বাগান। প্রতিদিন শত শত ...