প্রকাশিত: ২৮/০৬/২০২২ ৯:১৯ এএম

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে কক্সবাজারের হোটেল সী পার্ক ও লেগুনা বীচ রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৭ জুন) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানী শেষে এ জরিমানা করা হয়। এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।

বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক ড. সাইফুল ইসলাম। তিনি সিভয়েসকে বলেন, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে কক্সবাজারের কলাতলী রোড এলাকার হোটেল সী পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা ও লেগুনা বীচ রিসোর্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

পাঠকের মতামত

স্থানীয় সাংসদের আশীর্বাদে মহিলা ভাইস চেয়ারম্যানের সুফল জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিয়েছেন বেবী

গরীব-মেহনতী মানুষের জনদরদী হিসেবে পরিচিত, পরোপকারী, ন্যায়পরায়ণ গুণাবলীর অধিকারী, মহিলা নেত্রী কামরুন্নেছা বেবী। যিনি গেল ...

কক্সবাজারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বিশ্বব্যাপী চলমান ...