প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ১২:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ পিএম

নিজস্ব প্রতিনিধি::
গুরুতর অসুস্থ উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামে ম্যাক্স হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা প্রেরন করা হয়। এসময় সার্বক্ষনিক সাথে ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি।
উল্লেখ্য, গত ২৮ জুন হামিদুল হক চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ম্যাক্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দুই দিন পর্যবেক্ষণে রাখার পর অবস্থার উন্নতি হলে তাকে আজ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...