প্রকাশিত: ০৬/০৬/২০১৮ ৩:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক::
রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অবৈধ ভাবে ফার্মেসী বাণিজ্যের মাধ্যমে ভূঁয়া চিকিৎসক সেজে অপচিকিৎসার অভিযোগে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে ২জন রোহিঙ্গা ডাক্তারকে গ্রেফতার করেছে। এসময় ভ্রাম্যমান আদালত তার ওষুধের দোকান থেকে বিপূল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও নি¤œমানের ওষুধ সামগ্রী জব্ধ করেছে। উদ্ধার করেছে একই নামের ২টি জাতীয় পরিচয় পত্র।
উপজেলা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রের্ট সহকারি কমিশনার (ভূমি) একেরামূল ছিদ্দিক জানান,হোছন আহমদের ছেলে ডাক্তার জয়নাল(৪৫) ও মোহাম্মদ আলী ছেলে ডাক্তার জাহেদ আলম (৩২) দীর্ঘদিন ধরে বিভিন্ন ডাক্তারের পদবী ব্যবহার করে অপচিকিৎসা চালিয়ে আসছিল। তাদের দোকানে তল্লাশী চালিয়ে ১৯৭২সালের একটি ও ১৯৮০ ইং সনের একটি সহ ২টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে। এসব অপরাধে দোষী সাব্যস্ত করে ডাক্তার জয়নালকে ৬মাস ও ডাক্তার জাহেদ আলম ৪মাস সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে উখিয়া থানায় পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত