প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ৭:৩৫ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২২ পিএম

নিউজ ডেস্ক::
উখিয়ার উত্তর পুকুরিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষীয় একটি ছায়াবৃক্ষ কেটে লুটপাট করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এঘটনায় ক্ষুব্দ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গফুর উদ্দিনসহ ১১ জন সদস্য/।অভিভাবক বাদী হয়ে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি গফুর উদ্দিনের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমতি না নিয়ে প্রধান শিক্ষক রাতের আধাঁরে গাছটি কেটে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, যে কোন শিক্ষা প্রতিষ্টানের গাছ কর্তন করতে হলে তাকে জানাতে হবে। তিনি বন বিভাগের সাথে পরামর্শ করে গাছ কর্তনপূর্বক বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাদকতা রয়েছে। এপ্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বড়ুয়া জানান, নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী তিনি ব্যবস্থা নেবেন। অভিযুক্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, গফুর উদ্দিন একজন স্বঘোষিত সভাপতি তার সাথে আমার পারিবারিক বিরোধ রয়েছে বিধায় তাকে হয়রানি করার জন্য একটি মিথ্যা অভিযোগ করেছে।

পাঠকের মতামত

মিয়ানমারে সংঘাত/টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকল আরও ৯ বিজিপি সদস্য

মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ...