মিয়ানমারে পণ্য পাচারকালে নৌবাহিনীর হাতে আটক ১১
সাগরপথে মিয়ানমারে পণ্য পাচারকালে ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ...
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বড়ভেপা গ্রামের আবদুল খালেক সিকদারে ছেলে খালেক মোহাম্মদ মারুফ (১৪) নামের একটি ছেলে গত ৩-৮-২০১৭ ইং তারিখে সকাল ১০ টার দিকে তার ফুফির বাসা বেড়াতে যায় । পরদিন সে ফুফির বাসা কোটবাজারে ইসকান্দর সওদাগরের বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয় । ছেলেটি গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গড়ন , চোখ ও চুল কালো। হারানোর সময় তার পড়নে হাফ হাতা গেন্ঞি ও প্যান্ট ছিল।গ্রামের ভাষায় কথা বলে। সে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র । যদি কোন সহৃদ ব্যক্তি ছেলেটির খোজঁ পেলে নিন্মের নাম্বারে যোগাযোগ করার অনুরুধ রইল। খোজঁদাতাকে পুরস্কৃত করা হবে। এব্যাপারে উখিয়া থানায় একটি জিডি করা হয়েছে যার জিডি নম্বর -২৭৫।
আবদুল খালেক সিকদার
মোবাইল-০১৮১৫-০৬৯০৮৯
পাঠকের মতামত