প্রকাশিত: ৩০/০১/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২১ এএম

উখিয়া নিউজ ডটকম::
র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা কক্সবাজার জেলার উখিয়ায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২,৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোনসহ ৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৯ জানুয়ারি ২০১৮ ইং তারিখ ২০০০ ঘটিকার সময় র‌্যাব সদস্যরা জেলার উখিয়া থানাধীন মহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মোঃ মঞ্জুর রহমান (২০), পিতা-দ্বীন ইসলাম, গ্রাম-বালুখালী শরণার্থী শিবির, ব্লক-বি-৯১, মোঃ ইউনুছ (৩২), পিতা-নজির আহমেদ, গ্রাম-বালুখালী শরণার্থী শিবির, ব্লক-ডি-৩ ও মোঃ আজিজুল্লাহ (৩২), পিতা-শহিদুল্লাহ, গ্রাম-বালুখালী শরণার্থী শিবির, ব্লক-বি-৯১, সর্ব থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান(পিপিএম) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৯ জানুয়ারি ২০১৮ ইং তারিখ ২০০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য জেলার উখিয়া থানাধীন মহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২,৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোনসহ ,মোঃ মঞ্জুর রহমান,মোঃ ইউনুছ ও মাঃ আজিজুল্লাহ নামের ৩ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(খ)/২৫ ধারা মোতাবেক কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে প্রকাশ।

উল্লেখ্য,র‌্যাব-৭, চট্টগ্রাম এ বৎসর ০১ জানুয়ারি ২০১৭ হতে ৩০ জানুয়ারি ২০১৮ ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৩১৯ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৪৮ টি ম্যাগাজিন এবং ৩,৪৭৭ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি/কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৭৪ লক্ষ ৮১ হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেট এর পাশাপাশি ৩১ হাজার ৪৭ বোতল ফেন্সিডিল, ২,৬৫২ বোতল বিদেশী মদ ও বিয়ার, ০৫ লক্ষ ১২ হাজার ১৭৫ লিটার দেশীয় তৈরী মদ, ৭১৮ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৪০০ গ্রাম আফিম উদ্ধার করেছে।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...