প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২০ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীস’ জামতলি রোহিঙ্গা ক্যাম্পের ব্রাকের মহিলা কর্মী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ব্রাক অফিস সংলগ্ন ফজল করিমের মেয়ে সাবেকুন নাহার (২১)। রাজাপালং মাদ্রাসা থেকে ফাযিল পাশ করে এ প্রথম তিনি অস’ায়ীভাবে এনজিও সংস্থা ব্রাকের মাঠ কর্মী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে যোগদান করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইতিপূর্বে সাবেকুন নাহারের কোন প্রকার রোগের উপসর্গ দেখা দেয়নি। তিনি নিয়মিত বাড়ি থেকে আসা-যাওয়া করে ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি যে অসুস্থ’ হয়ে পড়েছেন সে বিষয়টিও পরিবারের কাউকে জানাননি।
গত রোববার তিনি অসুস’বোধ করলে তাকে নিকটস’ উখিয়া স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তার অবস’া বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস’ায় তিনি সোমবার সকালে মারা যান। গুজব উঠেছে ব্রাকের এ মহিলা কর্মী সাবেকুন নাহার ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছে কিনা সেটি তার জানা নেই। তবে তাকে স’ানান্তর কেন করা হল এ ব্যাপারে জানার জন্য বারবার চেষ্টা করেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্বাস’্যকর পরিবেশ, ঘন বসতি, অপরিকল্পিত পয়োনিষ্কাশন ও বিশুদ্ধ খাবার পানি বাহিত রোগে শিশু ও বয়োবৃদ্ধরা আক্রান্তের বিষয় নিয়ে ক্যাম্পে ডিপথেরিয়া রোগ ছড়িয়ে পড়েছে বলে গুজব উঠছিল।
এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম সাংবাদিকদের জানিয়েছেন এ পর্যন্ত ডিপথেরিয়া রোগে প্রায় ৩০জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে জরুরি চিকিৎসা সেবার মাধ্যমে ডিপথেরিয়া প্রতিরোধ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, এ পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ৪ হাজার ৬০০জন রোহিঙ্গাকে ডিপথেরিয়া রোগী হিসেবে স্বাস’্যকর্মীদের মাধ্যমে সনাক্ত করা হয়েছে। এ রোগে ক্যাম্পে আশ্রিত প্রায় আড়াই লক্ষাধিক রোহিঙ্গা শিশু এবং লক্ষাধিক স’ানীয় শিশুদের ডিপথেরিয়া টিকা দেওয়া হয়েছে।
ব্রাকের মহিলাকর্মীর সাবেকুন নাহার (২১) ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সচেতন মহল দাবি করলেও এর কোন সত্যতা পাওয়া যায়নি। ব্রাকের কমিউনিকেশন কর্মকর্তা ইফাজ নেওয়াছকে বারবার ফোন করার পর বলেন, সাবেকুন নাহারের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...