প্রকাশিত: ১৩/০৭/২০১৬ ১:৫০ পিএম

শ.ম গফুর, উখিয়া ::
উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট গ্রামে মাদকাসক্ত পুত্রের হামলায় পিতা-মাতা বোন, ভগ্নিপতি, ভাই ও ৪ শিশু সহ ১০ জন কমবেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত ১২ জুলাই সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উখিয়ার ঘাট পুরাতন কুলাল পাড়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, উখিয়া থানা ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুলাল পাড়া গ্রামের হাকিম আলীর পুত্র নুর হোছন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে নিজ বসত ঘরে মাদকের আসর বসিয়ে নিয়মিত মাদক সেবন করিয়া আসছিল। উক্ত আসরে এলাকার বখাটে সহ বিভিন্ন খারাপ প্রকৃতির লোকজন মাদক সেবনে নিয়মিত আসা যাওয়া করিত। তারই ধারাবাহিকতায় ১২ জুলাই নুর হোছনের ঘরে বিভিন্ন এলাকার অজ্ঞাত কয়েক যুবক মিলে মাদক সেবন করে মাতাল অবস্থায় অশালীন গালমন্দ করিয়া এলাকাবাসীকে অতিষ্ট করিয়া তোলে। এ ঘটনা জানতে পেরে মাদকাসক্ত পুত্র নুর হোছনের বাবা-মা বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত নুর হোছন উল্টো বাবা-মাকে অশালিন গালিগালাজ করতে থাকায় ঈদ উপলক্ষে বেড়াতে আসা ঝি-জামাই নুর হোছনকে গালিগালাজ না করতে বাধা দিলে নুর হোছনের নেতৃত্বে তার পুত্র লোকমান হাকিম, কন্যা চুমকি আক্তার, তসলিমা, স্ত্রী আরেফা সহ অজ্ঞাত কয়েক যুবক সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে বয়োবৃদ্ধ বাবা হাকিম আলীর বসত বাড়িতে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর ও ঘরের ছাঁদে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ঘরে থাকা হাকিম আলীর পুত্র জাহেদ হোছন (৩০), বেড়াতে আসা কন্যা ছমুদা বেগম (২৫), জামাতা ডাঃ আবুল হাসেম (৩২), হাকিম আলী (৬৮), ছলেমা খাতুন (৫০), সরওয়ার কামাল (১৬) ও জিশান, জিহাদ, নিশান ও ওহাব নামের ৪ শিশু সন্তান সহ ১০ জন কম বেশি আহত হয়। আহতদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা মুহুর্তে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের প্রত্যক্ষদর্শী লোকজন উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উখিয়া হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে হাকিম আলী, ছলেমা খাতুন, কন্যা ছমুদা বেগম এর অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান। এ ব্যাপারে মাদকাসক্তের পুত্র নুর হোছনের পিতা হাকিম আলী বাদী হয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া থানা ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দায়ের করেছে ঝগড়াটে পরিবারের মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে। পালংখালী ইউপি চেয়ারম্যান জানান, ঘটনা অবগত হইয়া থানা ও নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান, লিখিত আবেদন প্রাপ্ত হয়ে উখিয়া থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে উক্ত নুর হোছন ও তার পুত্র কন্যাগণ স্থানীয় আবু শামা, নুর মোহাম্মদ সহ আরো কয়েকটি পরিবারের বসত বাড়ি ভাংচুরের ঘটনায় অভিযুক্ত হওয়ায় স্থানীয় ভাবে এখনো বিচারাধীন রয়েছে। এদিকে অভিযুক্ত পরিবারের নুর হোছন জানান পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত।

 

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...