প্রকাশিত: ১৬/০৪/২০২০ ৭:৩৭ পিএম

সরওয়ার আলম শাহীন ::
উখিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র,কার্তুজসহ টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী বাহিনী নুরুন্নবী বাহিনীর প্রধানসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক হয়েছে।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে উখিয়ার মরিচ্যা পুলিশের চেকপোস্টে গাড়ী তল্লাসি কালে ৩ জন লোক হেটে চেকপোষ্ট অতিক্রম হওয়ায় সময় সন্দেহজনক তল্লাসীকালে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং তাদের কাছ থেকে ৮টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পরবর্তিতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু,ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ নয়াপাড়া মুছনি ক্যাম্পে অভিযান চালিয়ে নুরুন্নবীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি,গুলি,লম্বা কিরিসসহ আরো ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে পুলিশ। আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে রয়েছেন নুরুন্নবী বাহিনীর প্রধান নুরুন্নবী (২৩),মোহাম্মদ হারুন(৩৫),শফি আলম (২১),কামাল হোসেন প্রকাশ ফাহিম(২২) ও রফিক (২৩)। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান উখিয়া -টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ।

পাঠকের মতামত

উখিয়া নিউজ  পরিবারের শোক এনজিও ব্যক্তিত্ব ও SHED-এর নির্বাহী পরিচালক মোঃ উমরার ইন্তেকাল

এনজিও ব্যক্তিত্ব ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (SHED) এর নির্বাহী পরিচালক মোঃ উমরা ...

উখিয়া ও টেকনাফ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া-টেকনাফ অঞ্চলের রুকন সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার ...