
উখিয়া নিউজ ডটকম:;
ককসবাজারের উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির উদ্যোগে এনজিওদের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হবে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে একরাম মার্কেট চত্বর প্রাঙ্গনে। উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ও উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চেীধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চেীধুরী। বক্তব্য রাখবেন, ককসবাজার জেলা অাওয়ামী লীগের সদস্য অধ্যাপক অাদিল উদ্দিন চেীধুরী, অাবুল মনছুর, উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চেীধুরী, হলদিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ অালম, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল অামিন চেীধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল অালম চেীধুরী, সাংবাদিক রফিকুল ইসলাম। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক ও পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চেীধুরী বলেন,বিক্ষোভ সমাবেশ সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংগঠনের নেতা সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার সমাবেশে দলে দলে যোগদান করার অনুরোধ জানিয়েছেন।
পাঠকের মতামত