প্রকাশিত: ২৬/০২/২০১৮ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৬ এএম

নিউজ ডেস্ক:: নগরীতে পুলিশ ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে যার দুই পা নেই। কৃত্রিম পা নিয়ে চলাচলকারী হোসেন আহাম্মদ (৪৫) নামে এই ব্যক্তি ২০০০ ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে ‍এসেছিল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে নগরীতে প্রবেশের সময় শাহ আমানত সেতু এলাকা থেকে হোসেনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

হোসেন আহাম্মদ টেকনাফের থাইংখ্যালী রোহিঙ্গা ক্যাম্পের নূর আহাম্মদের ছেলে।

টেকনাফ থেকে বাসে এসে শাহ আমানত সেতু এলাকায় নেমে ষ্ট্র্যাচারে ভর দিয়ে হোসেন হেঁটে আসছিল বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

সন্দেহ হওয়ায় পুলিশ তাকে থামিয়ে কথা বলতে চাইলে এক পর্যায়ে তিনি নিজেই ইয়াবাগুলো বের করে দেন বলে জানিয়েছেন ওসি।

হোসেনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...