আরাকান আর্মিকে খাদ্য জোগান দিচ্ছে চোরাকারবারিরা
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য ৯০০ বস্তা সিমেন্ট নিয়ে গত ৮ সেপ্টেম্বর বরিশাল ...
কক্সবাজার ১৭ বিজিবি রামু মরিচ্যা চেকপোষ্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১৯৭০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় কক্সবাজারমুখী একটি যাত্রীবহনকারী বাস তল্লাশী চালিয়ে ইয়াবাসহ মো. দেলোয়ার (১৭) নামে এক পাচারকারীকে আটক করে বিজিবি। সে হ্নীলার মৃত মো. আবুল মঞ্জুরের ছেলে।
মরিচ্যা যৌথ চেক পোষ্ট-এর হাবিলদার কেএম বেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ পাচারকারী আটকের ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাঠকের মতামত