প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ২:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৩ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার আওতাধীন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। ঘোষিত নতুন কমিটি নিয়ে বিতর্ক ও অসন্তুষ ছড়িয়ে পড়ছে। শুরু হয়েছে গণহারে পদত্যাগ। কয়েকজন সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদকসহ এ পর্যন্ত ১৭ জন নেতা পদত্যাগ করেছেন। গতকাল ২২ মে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল ও সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন। সদ্য ঘোষিত এ কমিটির প্রতি অনাস্থা জানিয়ে ঘন্টা খানেকের মধ্যে ১৭ জন নেতা পদত্যাগ করেছেন। এমন সংবাদে ঈদগাঁওতে ব্যাপক তোলপাড় সৃষ্টি ও ২ গ্রুপের মধ্যে যে কোন মুহুর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে রাজনীতিবিদরা। তারা নিজেদের ফেইসবুক আইডি থেকে স্ব স্ব পদত্যাগ পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অযোগ্যদের দিয়ে কমিটি মেনে নেওয়া যাবে না এবং পদত্যাগপত্রের অনুলিপি জেলা সভাপতি ও সম্পাদক বরাবরে প্রেরণের প্রক্রিয়া চলছে। কমিটি গঠন কল্পে কোন সিনিয়র নেতাকর্মীর পরামর্শ নেওয়া হয়নি। তারা আরো জানান, অহিংস আন্দোলনের অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের প্রতি সম্মান জানিয়ে এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বদ্ধ পরিকর। কিন্তু কারো মতামতবিহীন স্বজনপ্রীতি, অবমূল্যায়ণ, অর্থের লোভে কমিটি বাণিজ্যের অভিযোগ তুলে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পদত্যাগকারীরা হলেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি জুবাইদুল ইসলাম, সহ-সভাপতি রুবেল মল্লিক, নুরুল আমিন, আসাদ ইমরান, সহ-সাধারণ সম্পাদক মোঃ রশিদ ভুট্টো, সাজ্জাদুল হক, যুগ্ম সম্পাদক বেদারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মোশারফ হোছাইন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইছহাক, অর্থ সম্পাদক মামুনর রশিদ মিশুক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দীন, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমানুর রশিদ, সহ-সমাজ সেবা সম্পাদক রমিজ উদ্দীন। সদ্য ঘোষিত কমিটির এক সহ-সভাপতি জানান, ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষা ছিল যে, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে দলের দু:সময়ের কান্ডারীদের ভাল জায়গায় রাখা হবে। কিন্তু অযোগ্য কতিপয় ব্যক্তিকে মূল দায়িত্ব অর্পণ করায় জাতীয়তাবাদী শক্তিকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তাই স্বেচ্ছায় ছাত্রদল থেকে পদত্যাগ করছি। আরেকজন নেতা বলেন, ‘ঘোষিত কমিটিতে একজন বিবাহিত ব্যক্তিকে ছাত্রদলের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ছাত্রদলের সভাপতি বেলাল উদ্দীনের কাছে নেতাকর্মীদের পদত্যাগের সত্যতা জানতে চাইলে তিনি জানান, উপজেলা ও জেলা এবং কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের মতামতের ভিত্তিতে কমিটিটি অনুমোদন নেওয়া হয়েছে। সবাইকে সম্মানজনক দায়িত্বে রাখা হয়নি বলে ক্ষোভে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ পত্র করছেন বলে জানায়। তবে আমরা দু’পক্ষ বসে সন্ধ্যার মধ্যে বসে বিষয়টি সূরাহা করে ফেলব। কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ উদ্দীন রাসেলে সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ও তাকে পাওয়া যায়নি। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের একজন সিনিয়র নেতা জানান, বিএনপির দু:সময়ে অনেক ছাত্রদল কর্মী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেকে পদ থেকে বঞ্চিত হওয়ার অভিমানেই পদত্যাগ করেছে। আমরা নেতাকর্মীরা তাদের অভিমান ভাঙ্গিয়ে ছাত্রদলকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।
————————————————
মাদক ব্যবসায়ীরা যত বড় প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না – কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তারা
শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর
তাং ২৩-০৫-১৭ইং
মোবাইল নং ০১৮৩৫-৫০২০৪৯
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজার, ইয়াবা ব্যবসায়ী যত বড় প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশকে একটি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়তে বদ্ধ পরিকর। কতিপয় মাদক ব্যবসায়ীর কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে এক কাতারে শামিল হয়ে আলোকিত সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। ২২ মে রাত ৯টায় জালালাবাদ ইউনিয়ন কমিনিটি পুলিশের আওতাধীন ৩নং ওয়ার্ড শাখার গণ সচেতনতামূলক ও অভিভাবক সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ লরাবাগ বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় প্রবীণ মুরব্বী বজলুর রশিদের সভাপতিত্বে স্থানীয় যুবক বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ও কমিউনিটি পুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক এস.এম তারেকুল হাসান তারেক। উদ্ভোধক ছিলেন জালালাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ নুরুল আবছার। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন ও সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি জাহিদ হাসান, ছাত্রনেতা কাজী আবদুল্লাহসহ এলাকার ২ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় সবার মতামতের ভিত্তিতে ৩নং ওয়ার্ডের সভাপতি হিসাবে গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে আবদুল খালেককে মনোনীত করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...