প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম

নিউজ ডেস্ক::
নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে পাঁচটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত সিদ্দিক আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও একই উপজেলার কুলালপাড়ার মৃত সৈয়দুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ প্রকাশ মাহবুব (৫৫)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। যার বাজারমূল্য ৬০ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আরও তিন সহযোগীর নাম জানিয়েছে। এদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...