প্রকাশিত: ৩০/০৩/২০১৭ ৮:১৪ এএম

নুরুল আমিন হেলালী::
সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২য় শ্রেণীর এক মাদ্রাসা পড়–য়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে ঈদগাঁও পুলিশ। ২৯ মার্চ গভীর রাতে ও সকালে ইউনিয়নের জুমনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত যুবক বর্ণিত এলাকার গুরা মিয়ার পুত্র নুরুল ইসলাম ও খুরশেদ আলমের পুত্র মনছুর আলম। জানা যায়, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খায়রুজ্জামানের নির্দেশে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উল্লেখ্য, উক্ত ২ যুবক ২৭ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় দিন মজুরের ২য় শ্রেণী পড়–য়া কন্যা ছদ্ম নাম (রাখা) পাশর্^বর্তী বাড়ী থেকে ফেরার পথে স্থানীয় এ ২ বখাটে তাকে জোর পূর্বক পাশর্^বর্তী ঝুপড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ২৮ মার্চ ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ধর্ষক ২ যুবকের বিরুদ্ধে ধর্ষিতার পিতা লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তড়িত অভিযান চালিয়ে ঈদগাঁও পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, শিশু ধর্ষণের ঘটনাটি তাকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং ভিকটিমের পরিবারকে স্থানীয় তদন্ত কেন্দ্রে অভিযোগ করার জন্য তিনি পরামর্শ দেন। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খায়রুজ্জামান জানান, সংশ্লিষ্ট ধারায় উক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ধর্ষক এ ২ যুবকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।

পাঠকের মতামত

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...

বাঁচানো গেল না শিশু আয়মানকেও

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিশু আয়মান ...

চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় পর্যটন উন্নয়নে প্রমোশনাল পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

আয়োজক কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলা মধ্য দিয়ে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রোমোশন পরিকল্পনার ...