প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ১০:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ পিএম

নিউজ ডেস্ক ;:
“বাবার সঙ্গে ফোনে কথা হলেই বলতো, ‘মা ভালো করে লেখাপড়া করো, বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে।’ আমাকে ডাক্তার বানানোর কথা বলে বাবা এভাবে চলে গেলো! এখন কীভাবে বাবার স্বপ্ন পূরণ করবো?’ রাঙামাটিতে পাহাড় ধসের উদ্ধারকাজ চালাতে গিয়ে ফের পাহাড় ধসে নিহত সেনাবাহিনীর করপোরাল আজিজুল হকের মেয়ে শাহনাজ আজিজ রিতা এখন এভাবেই আহাজারি করছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা তরফপাসাইল গ্রামের মানুষ এখন এই পরিবারটির শোকে বাকহারা।

স্বজন ও স্থানীয়রা জানান, করপোরাল আজিজুল হকের স্বপ্ন ছিল তার একমাত্র মেয়ে শাহনাজ আজিজ রিতা বড় হয়ে ডাক্তার হবে, গরিব মানুষের সেবা করবে। এবছরই রিতাকে স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের নবম শ্রেণিতে ভর্তি করানো হয়। কিন্তু স্বপ্ন ডানা মেলতে শুরু করার আগেই মঙ্গলবার (১৩ জুন) রাঙামাটির মানিকছড়িতে ভূমিধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে আরও তিন সেনা সদস্যের সঙ্গে করপোরাল আজিজুল হক মারা যান। বুধবার (১৪ জুন) আজিজুলের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই স্ত্রী আনোয়ারা বেগম অসুস্থ হয়ে বিছানায়। কাঁদতে কাঁদতে তিনি এখন পাথর। এরইমধ্যে বিলাপ করতে করতে আনোয়ারা জানান, মারা যাওয়ার আগের দিন সোমবার রাতে তার সঙ্গে মোবাইল ফোনে আজিজুলের শেষ কথা হয়। আনোয়ারা বলেন, ‘এখন কীভাবে একা সন্তানদের মানুষ করবো? মেয়েকে কীভাবে ডাক্তার বানাবো? কিছুই ভাবতে পারছি না।’

আজিজুলের বড় ভাই আব্দুল হাশিম জানান, আগামী বছরের এপ্রিলে তার ছোট ভাই আজিজুল হক সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। তার পরিকল্পনা ছিল ফিরে এসে পরিবারের কাছে থেকে ব্যবসাপাতি করার।

আব্দুল হাশিম আরও জানান, ‘আজিজুলের ছেলে শাকিল লেখাপড়ায় একটু দুর্বল হওয়ায় তাকে কিছু দূর পড়িয়ে ব্যবসায় নামানোর কথা ভাবা হচ্ছিল। মেয়ে রিতা লেখাপড়ায় ভালো হওয়ায় আজিজুল তাকে মেডিক্যাল কলেজে পড়ানোর কথা বলতো সব সময়। এখন কীভাবে আজিজুলের স্বপ্ন পূরণ হবে এই নিয়ে আমরা চিন্তা করছি।’

সন্তানদের লেখাপড়ার ব্যয়ভারসহ স্ত্রী আনোয়ারার যোগ্যতা অনুযায়ী সরকার তার একটি চাকরির ব্যবস্থা করবে এই দাবি জানান আব্দুল হাশিম।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...