আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় প্রজেক্ট কো–অর্ডিনেটর–ওয়াস সিস্টেম ফর হেলথ (ডব্লিউএস৪এইচ) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর-ওয়াস সিস্টেম ফর হেলথ (ডব্লিউএস৪এইচ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতি/পাবলিক হেলথ বা সামাজিক বিজ্ঞান অনুষদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থার ওয়াস প্রকল্পে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দীর্ঘমেয়াদি)
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ২৭ হাজার ১৬৪ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবনবিমা, কর্মী, কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানের জন্য স্বাস্থ্যবিমা এবং মোবইলফোন বিলের সুযোগ আছে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ওয়াটার এইড বাংলাদেশের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ মে ২০২৪
পাঠকের মতামত