
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড় থেকে অপহৃত যুবককে মাহমুদুল হককে (৩০) তিনদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহরণকারী চক্র সোমবার (৯ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যের কাছে ফোন করে মুক্তিপণের দাবি ২০ লাখ টাকা থেকে কমিয়ে আড়াই লাখ টাকা পরিশোধের কথা বলেছে। অন্যথায় হত্যা করে মরদেহ গুম করার হুমকি দিয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ ও অপহৃত যুবকের মা শামসুন্নাহার এমন তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিষবনিয়া পাহাড়ে কঞ্চি (ছোট গাছ) কাটতে গিয়ে ওই যুবক অপহরণের শিকার হন।
অপহৃত মাহমুদুল হক উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিষবনিয়া গ্রামের আলী আহমদের ছেলে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত মাহমুদুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে মাহমুদুল পাহাড়ে কঞ্চি সংগ্রহ করতে গিয়ে আর ফেরেননি। রোববার (৮ অক্টোবর) সকালে নিখোঁজ মাহমুদুলের পরিবারের কাছে অচেনা একটি মোবাইল নম্বর থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু সোমবার দুপুরে এসে কমিয়ে চাওয়া হয়েছে আড়াই লাখ টাকা। অপহৃত যুবকের মা শামসুন্নাহার ছেলেকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ইতিমধ্যে অপহৃত যুবককে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
গত সাড়ে ৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনাপ্রবাহঃ টেকনাফ
উখিয়া-টেকনাফ সীমান্তে মানবপাচারের ১৫ চক্র
১৩/০৪/২০২৫ ৮:০১ এএমবিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেবে অস্ত্র মামলায় গ্রেফতার হওয়া টেকনাফের স্কুলছাত্র
০৬/১২/২০২৪ ৯:১২ এএমজামিন পেল টেকনাফের সপ্তম শ্রেণির ছাত্র রাফি!
০৫/১২/২০২৪ ১:০৫ পিএমটেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩
০৫/১২/২০২৪ ৮:০২ এএমটেকনাফ থানার ওসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ রেঞ্জ ডিআইজির
০৪/১২/২০২৪ ৪:৫৭ পিএমটেকনাফে মুখোশধারী সন্ত্রাসীদের হাতে এবার এক তরুণ অপহৃত
২৩/১০/২০২৩ ১১:২৯ এএমসেন্ট মার্টিনে এক জালে ১০ পোপা
০৯/১০/২০২৩ ২:৫৫ পিএমসাবেক সংসদ সদস্য বদির বাধায় বন্ধ হলো সড়কের সংস্কারকাজ
০৯/১০/২০২৩ ৯:২০ এএমটেকনাফে নয় মাসে ৯২ জন অপহরণ
০৯/১০/২০২৩ ৯:০১ এএম
পাঠকের মতামত