প্রকাশিত: ১৬/১২/২০১৭ ৩:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে রোহিঙ্গা তরুণীদের। ক্যাম্পের মাঝি আর দালাল চক্রের সহায়তায় বিয়ে কিংবা চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণীদের ঠেলে দেয়া হচ্ছে অন্ধকার জগতে। বিষয়টিতে উদ্বিগ্ন জনপ্রতিনিধি ও প্রশাসন। এটি থামানো না গেলে কক্সবাজারসহ সারাদেশে এইডস-এর ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মিয়ানমারে সহিংসতার পর গত ২৫শে আগস্ট থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। যাদের কারণে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে মানুষে মানুষে ঠাসাঠাসি এখন। এতো মানুষের ভিড়ে নতুন সংকট, নানা কৌশলে রোহিঙ্গা তরুণীদের ক্যাম্পের বাইরে নিয়ে যাওয়া। অভিযোগ মিলেছে, চাকরির প্রলোভনে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায় নিয়ে অনৈতিক কাজে জড়ানো হচ্ছে এসব তরুণীদের। তাতে বেশি শিকার হচ্ছে, অভিভাবকহীন কিশোরী-তরুণী কিংবা বিধবা নারীরা।

রোহিঙ্গারা বলেন, টাকা পয়সা দিয়ে তাদের নিয়ে যাচ্ছে। আমাদের ক্যাম্প থেকে বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কিছু দালালচক্র, ক্যাম্পের মাঝি ও এনজিও সংস্থার কর্মকর্তারাই এ কাজে জড়িত বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। তারা বলেন, কিছু কিছু মাঝি দালাল চক্র কিছু রোহিঙ্গা যুবতী মহিলাদেরকে নিয়ে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে। এগুলো আমাদের নজরে এসেছে। দিনের বেলায় বিভিন্ন এনজিও অফিসাররা তাদের ছোট বোন বলে নিয়ে যাচ্ছে।

বিষয়টিকে উদ্বেগজনক বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। তার মতে, এখনই নজর দেয়া না হলে তৈরি করবে নানামুখী সংকট। ঝুঁকি বাড়াবে এইডসের মতো মরণব্যাধির। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহামুদুর হক চৌধুরী বলেন, বিভিন্ন ধরনের সমস্যা হবে। ৭৩ জন এইডস রোগী ধরা পড়লেও প্রায় ৫ হাজার এইডস আক্রান্ত রয়েছে বলে বলা হচ্ছে। এভাবে চলতে থাকলে এইডস রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি।

তবে প্রশাসনের এ কর্মকর্তা জানালেন, ‘এমন তৎপরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, নারী ও শিশু যাতে ক্যাম্প থেকে বের হতে না পারে সে জন্যে সেনাবাহিনী ও পুলিশের এগারোটি চেক পোষ্ট রয়েছে।’

প্রশাসনের দেয়া তথ্য মতে, ক্যাম্পে থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় উদ্ধার করা হয়েছে শতাধিক রোহিঙ্গা তরুণীকে। আর এসব কাজে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে শতাধিক দালালকে। সুত্র; সময় টিভি

পাঠকের মতামত

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...