প্রকাশিত: ১৬/০৫/২০১৬ ৯:৫৬ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৫ শতাধিক ভোটারের মাঝে ভোটাধিকার হরণ আতঙ্ক বিরাজ করছে। তারা প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে উক্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উল্টা খালীর পশ্চিমাংশে বসবাসরত ছৈয়দা পাড়া ও উত্তরকুল এলাকার ৫ শতাধিক ভোটার দীর্ঘ কয়েক দশক ধরে ওয়ার্ডের বর্তমান ভোট কেন্দ্র চৌধুরী পাড়া-ঘোনার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করে আসছে। আগামী ২৮ তারিখের ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপনে একটি মহল ঐ ৫ শতাধিক ভোটারকে উক্ত কেন্দ্র থেকে স্থানান্তর করে একই ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এলাকা উল্টাখালী উচ্চ বিদ্যালয়ে নতুন একটি উপকেন্দ্রে স্থানান্তর করে তাতে ভোট কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চালায়, যা বর্তমানে তদন্তাধীন। এ সংবাদে উক্ত ভোটাররা ভীত-সন্ত্রস্থ হয়ে পড়ে। কারণ নতুন উপকেন্দ্রটি দূর্গম পাহাড়ী এলাকার পাশাপাশি তাদের এলাকা থেকে ২ কিলোমিটার দূরবর্তী স্থানে। যাতে চরম ঝুঁকিতে ভোট দিতে যেতে হবে মা-বোনদের। এছাড়া তারা এর পিছনে বিশেষ প্রার্থী কর্তৃক তাদের ভোটাধিকার হরণের আশঙ্কা প্রকাশ করছে। কারণ গোপনে ঐ উপকেন্দ্র স্থাপনের পেছনে ঐ এলাকার এক প্রার্থীর প্রকাশ্য যোগসাজস রয়েছে। তাই তারা পূর্বের কেন্দ্রে তাদের ভোটাধিকার বহাল রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে বিগত ১০ মে অভিযোগ দায়ের করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুল ইসলাম সরেজমিনে উক্ত ভোটার এলাকা পরিদর্শন করে ভোটারদের অভিযোগ ও তাদের দাবী শুনেছেন বলে নিশ্চিত করেন ।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...