প্রকাশিত: ২৯/১১/২০১৬ ৭:৪৫ এএম

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে গত ২৪ দিন নিখোঁজ ছিল উখিয়ার সোনারপাড়া ঘাটঘর এলাকার একটি ট্রলারের ৭ মাঝিমাল্লা। তাদের মধ্যে ৫ জন ১৬ দিন উপোস থেকে রবিবার ট্রলারসহ ফিরে এসেছে।

ফিরে আসা মাঝিমাল্লারা হলেন- স্থানীয় হোছন মাঝি (৩৫), নাজির হোসাইন (২৫), আবদুল জলিল (২৬) ও বেলাল (২২)। তারা সকলেই স্থানীয় ছুরা আলমের মালিকানাধীন ট্রলারের মাঝিমাল্লা ছিলেন।

ফিরে আসা মাঝিমাল্লারা জানান, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে গত ৩ নভেম্বর ভোরে তারা ৭ জন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর ঝড়ের কবলে পড়ে তারা বঙ্গোপসাগরের থাইল্যান্ড সীমানার দিকে চলে যান। এক পর্যায়ে সাগরে ভাসতে ভাসতে ৮দিন পর তাদের খাদ্য ও রসদ ফুরিয়ে যায়। এরপর দীর্ঘ ১৬ দিন তারা অভুক্ত থেকেছেন। ক্ষুধা সহ্য করতে না পেরে দুই জেলে মিয়ানমারের নিকটবর্তী সাগরে ঝাঁপ দিয়ে কূলে ওঠেন। বর্তমানে তারা মিয়ানমারে রয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...