

একদিন তিনি সবাইকে দাওয়াদ দিয়ে তাদের ঘরে ডাকলেন, হজ্বযাত্রী সবাই উপস্থিত হল । সবার মাঝে তিনি এসে দাড়িয়ে বললেন “ আসসালামু আলাইকুম, আমি আপনাদের একটা অনুরোধ করব, আপনারা কাউকে খুশি হয়ে এক টাকা দিবেন না ! আমি আপনাদের জন্য সব টাকার ব্যবস্থা করে দিয়েছি। পটিয়া থেকে বিমানবন্দর, বিমানের ভাড়া, হোটেল , হোটেলে আসা যাওয়ার গাড়ি ভাড়া, মক্কা-মদিনার হোটেল এবং আসা যাওয়া গাড়ি ভাড়া, চিকিৎসা ও ডাক্তার খরচ, ইহরামের কাপড়, এমনকি কোরবানি করার দুম্বার টাকাও আমি দিয়ে দিয়েছি, সবার শেষে আপনাদেরকে বাড়িতে পৌছে দেওয়ার টাকাও দিয়ে দিয়েছি । আপনাদের হজ্ব করার সব দায়িদ্ব শাহ আমানত হজ্ব কাফেলাকে দিয়ে দিয়েছি। আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ।
প্রসঙ্গত, বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর মধ্যে এস আলম গ্রুপ অন্যতম। এ গ্রুপের ব্যাংক, বিমা, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ভোগ্যপণ্য, সিমেন্ট, বিদ্যুৎ-জ্বালানি, শিপিং, পরিবহন, আবাসন, স্টিল ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে – newsevent
পাঠকের মতামত