প্রকাশিত: ১৬/০৮/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৪ পিএম

ঢাকা: ১০ দিন পালিয়ে থাকার পর প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা উপজেলার লামাকাজি ইউনিয়নের পিএমসি একাডেমীর নবম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকা থেকে তাদের আটক করে মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে থানায় হাজির করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার লামাকাজি ইউনিয়নের দোয়ারীগাঁও গ্রামের সাদ উল্লাহর ছেলে নুরুল হক ও শাখারীকোনা গ্রামের মখলিছ আলীর মেয়ে আয়েশা বেগম।

স্থানীয় সূত্র জানায়, একই ক্লাসের শিক্ষার্থী নুরুল ও আয়েশা’র মধ্যে দীর্ঘদিন থেকে মন দেয়া-নেয়া চলছিল। এনিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয়ের অভিভাবককে ডেকে তাদেরকে স্কুল থেকে সরিয়ে নেয়ার জন্যে বলেন। এর পরদিনই প্রেমের টানে অজানার উদ্যেশ্যে পাড়ি দেয় নুরুল ও আয়েশা।

ঘটনার পর গত বুধবার (৯ অগাস্ট) বিশ্বনাথ থানায় অপহরণ মামলা (১০) করেন আয়েশার ভাই সিরাজুল ইসলাম। মামলার সূত্র ধরেই প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।

পিএমসি একাডেমীর প্রধান শিক্ষক সাধন তালুকদার জানান, ২রা অগাস্ট নুরুল ও আয়েশার মধ্যকার সম্পর্কের বিষয় নিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে আমরা সভা করে তাদেরকে এ বিদ্যালয়ে পাঠদান করাতে অপরাগতা প্রকাশ করি। কারণ, তাদের বিষয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গিয়েছিল।

একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাইয়ূম ২ অগাস্টের সভার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকদের উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে নুরুল ও আয়েশাকে একাডেমি থেকে বের করে দেয়া হয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জহির জানান, মামলার প্রেক্ষিতে নুরুল ও আয়েশাকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে, এটি অপহরণ না প্রেমঘটিত, তদন্ত শেষে তা জানা যাবে। আগামীকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...