প্রকাশিত: ০৬/০৮/২০১৮ ৯:৩৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪২ পিএম

বার্তা পরিবেশক;;
টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী এলাকার এক সাবেক মেম্বারের পৈত্রিক সূত্রে ভোগ দখলীয় জমি বেদখলে মরিয়া হয়ে উঠেছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। তাদের হুমকি ধমকিতে অসহায় হয়ে পড়েছে এলাকার সহজ সরল ব্যক্তি সাবেক মেম্বার আব্দু শুক্কুর। এব্যাপারে তিনি টেকনাফ থানায় একটি এজাহার দায়ের করেছেন। জানা যায়, রংগীখালী কোনারপাড়ার (উত্তরকুল) দেলোয়ার হোছাইন (প্রকাশ বাইট্টায়া) ও তার ভাই ইসমাঈল (প্রকাশ ধইল্যা) উক্ত মেম্বারের পৈত্রিক ভোগ দখলীয় জমি চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর এক সিন্ডিকেট দখলে নিতে মরিয়া হয়ে উঠে। এর ধারাবাহিকতায় আব্দু শুক্কুর মেম্বারকে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, কোনারপাড়ার দেলোয়ার ও ইসমাঈল সিন্ডিকেট লোভের বশীভূত হয়ে বেদখল করার জন্য সাবেক মেম্বারের অসুস্থতার সুযোগ নিয়ে জোরপূর্বক তার পৈত্রিক জমিতে ধান চাষ করে। পরে তাদেরকে ধান চাষে বাধা দেয়া হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আব্দু শুক্কুরের মামলা দায়েরকেও পরোয়া না করে বিভিন্নভাবে হুমকি ধমকি অব্যাহত রাখছে তারা। উল্লেখ্য, চিহ্নিত ইয়াবা গডফাদারগণের রয়েছে দেশী-বিদেশী নানা রকমের অস্ত্রশস্ত্র এবং যা নিয়ে প্রতিনিয়ত খুন, রাহাজানি, ছিনতাইয়ের ঘটনা করে আসছে তারা। স্থানীয় নিরীহ জনগণ হত্যার ভয়ে তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। স্থানীয় সুত্রে জানা যায়, দুই সহোদর ইয়াবা ব্যবসা করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন ধরণের তোয়াক্কা করছেনা। এব্যাপারে সাবেক মেম্বার আব্দু শুক্কুর মেম্বার চলমান মাদক বিরোধী অভিযানে র‌্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত

উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

উখিয়ায় কোডেক এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হকের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত দুই শিক্ষককে পিটিয়ে ...

কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থী কনস্টেবল প্রার্থীদের বিনামূল্যে পরিবহন দেবে পুলিশ

কক্সবাজারে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় এইচএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে বিনামূল্যে ‘পরিবহন সুবিধা’র ...

কক্সবাজারে টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয়ে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার পৌরসভার টমটমের অবৈধ লাইসেন্স প্রদান নিয় কঠোর হুঁশিয়ারি দিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ...