৩৫ ভাষায় অনুবাদ হবে মক্কার জুমার খুতবা
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করা হবে মক্কার গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত জুমার ...
সৌদি আরবের পর মধ্যপ্রচ্যের আরেক দেশ আরব আমিরাতও মুসল্লিদের জন্য মসজিদগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ১ জুলাই থেকে মসজিদের পাশাপাশি চার্চগুলো খুলে দেয়া হচ্ছে। তবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে নামাজ ও উপাসনা করতে হবে। খবর আরব নিউজের।
সব মসজিদ ও চার্চ একই সঙ্গে খুলছে না। প্রথম দফায় মাত্র ৩০ শতাংশ উপাসনালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়ে আমিরাত সরকার।
তবে, হাইওয়ে, শিল্পাঞ্চল, শ্রমিকদের নিবাস, বাণিজ্যিক কেন্দ্র ও পার্কে নামাজ পড়া যাবে না।
মার্চ থেকে করোনার বিস্তার রোধে মসজিদসহ অন্য সব ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ করে দেয়া হয়। দেশটিতে এ পর্যন্ত ৩১৪ জন করোনায় মারা গেছেন।
পাঠকের মতামত