
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের আওয়ামী লীগের সাবেক বিতর্কিত দলীয় সংসদ সদস্য (এমপি) জাফর আলমকে রবিবার (১৮ মে) কারাগার থেকে চকরিয়া আদালতে হাজির করা হবে। এমন খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া উপজেলা সদরে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেছে।
বিক্ষোভ মিছিল থেকে সাবেক এমপি জাফর আলমকে শীর্ষ সন্ত্রাসী, হত্যাকারী, দখলবাজিসহ আরো হরেক অপরাধজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ এনে স্লোগান দেওয়া হয়। এমনকি চকরিয়া উপজেলায় বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনের আমলে একে একে ৭ জন বিএনপিকর্মীকে হত্যার দায়ে সাবেক এমপি জাফরের ফাঁসির দাবি জানানো হয়েছে।
সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মী ও জনসাধারণের উদ্যোগে উপজেলা সদরের চিরিঙ্গা বাস স্টেশন ছাড়াও চকরিয়া পৌর শহর এবং মালুমঘাট সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বিক্ষোভ সমাবেশে বলেন, ‘আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে খুন হয়েছেন নিরীহ লোকজনসহ ৭ জন মানুষ। আমরা এমপি জাফরের ফাঁসি চাই।
’
তিনি বলেন, রবিবার সকালে এমপি জাফর আলমকে আদালতে আনা নেওয়ার সময় বিএনপি তার শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে। বিএনপি নেতা বলেন, এলাকায় সাবেক এমপি জাফর আলমের একাধিক সশস্ত্র বাহিনী ছিল। বাহিনী ছিল এমপি জাফরপুত্র তানভীরের, এপিএস আমিনের এবং এমপি পরিবারের আরো অনেকেই সশস্ত্র বাহিনী গড়ে তুলে পুরো চকরিয়া ও পেকুয়া উপজেলায় দীর্ঘকাল ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুল ইসলাম জানান, সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে কেবল চকরিয়া থানায় ৮টি মামলা রয়েছে।
এর মধ্যে ৩টি হত্যা মামলা। এসব মামলায় রবিবার আদালতে এমপি জাফরকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলেন, এমপি জাফরকে আদালতে আনা নেওয়ার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বেশ কিছুদিন চুপ থাকার পর এলাকায় এমপি জাফরের সহযোগীরা কিছুদিন নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা চকরিয়াকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করছে, তার সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী সুবিধাভোগী কিছু বামপন্থী গোষ্ঠীও।
পাঠকের মতামত