প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:১৫ পিএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার থেকে::
ওড়ার সময় দরজা খোলে ভিডিও উম্মাদনার কারণেই কক্সবাজারের উখিয়ায় মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী জেলে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তদন্তটিম।

পরের দিন শনিবার   ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে আলাপে উঠে এসেছে এই তথ্য। তবে বিভিন্ন গণ মাধ্যমে তারাকা ক্রিকেটার সাকিব আল-হাসান দূর্ঘটনা কবলিত এই হেলিকপ্টারটিতে চড়ে উখিয়ার ইনানী এলাকায় হোটেল রয়েল টিউলিপের ছাদে অবস্থিত হেলিপ্যাডে অবতরণ অতঃপর সেখানে তাঁর অবস্থান সর্ম্পকিত যেসব তথ্য উপস্থাপিত হচ্ছে তাতেই ক্ষোভ প্রকাশ করছেন, সাগর সন্নিকট এই তারাকা হোটেল কতৃপক্ষ। শুধুই তাই নয়, নাম প্রকাশে অনিচ্ছুক এই হোটেলের এক কর্মকর্তা গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, এই এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ঠিক, কিন্তু এতে আমাদের সংশ্লিষ্টতা কি? সাংবাদিকরা কেন কাল থেকে আমাদের ঝিরাতে (বিশ্রাম) নিতে দিচ্ছেন না। ক্রিকেটার সাকিব আল হাসান এখানে ছিলেন না। সকালের দিকে তিনি ১০-১৫মিনিটের জন্য এসেছিলেন, আবার নাস্তা করে চলেগেছেন। হেলিকপ্টারটি কোথায় অবতরণ করে সাকিবকে নামিয়ে অন্য যাত্রিদের তুলেছিলেন তাও অবগত ননবলে জানিয়েছেন ইনানী হোটেল রয়েল টিউলিপ হোটেলের ওই কর্মকতার্। এব্যাপারে প্রতিবেদকের সংঙ্গে আরকোন প্রকার কথা বলতেও অপরাগত প্রকাশ করেন উক্ত হোটেল কর্মকর্তা। এদিকে একটি বিজ্ঞাপনী সংস্থার শুটিংয়ে অংশ নিতে দেশসেরা ক্রিকেটার সাকিব আল- হাসান  ইনানীতে কোথায় অবস্থান নিচ্ছেন তা জানতে ব্যাপক চেষ্টা করেও সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, যে হেলিকপ্টারে চড়ে তিনি এসেছিলেন, তা দূর্ঘটনা কবলিত হওয়ায় তিনি চরম মর্মাহত হয়ে ওদিন বিকেলেই বিশেষ একটি বিমানে কক্সবাজার ছেড়ে চলেগেছেন।

পাঠকের মতামত

নাইক্ষংছড়িতে নাশকতার অভিযোগে মামলা,আটক -৩, এখনো ধরাছোঁয়ার বাইরে ৬৫ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা ...

৮১ রোহিঙ্গা আটক

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন ...