প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩/০৩/২০২৫ ১০:১১ এএম

তরুণ মেধাবী কলম সৈনিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ, কক্সবাজার এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) আল গণির গাংচিল ব্যাঙ্কুয়েট হলরুমে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।

সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক গণসংযোগের সম্পাদক আরটিভির সাইফুর রহিম শাহীন, চ্যানেল আই কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজারের আহ্বায়ক কালবেলা কক্সবাজার প্রতিনিধি এম. আর মাহবুব, সিসিএন এর সিইও দীপক শর্মা দীপু, সাংবাদিক সংসদের উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আদনান সাউদ, মোহনা টিভির স্টাফ রিপোর্টার আমানুল হক বাবুল, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেদারুল আলম, বিএসপিএ কক্সবাজারের সদস্য সচিব আহসান সুমন ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

আলোচনায় বক্তারা বলেন, “উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে সমাজের অগ্রগতি সাধিত হতে হবে। ফলেই মানব সমাজ সামনে এগিয়ে যাবে। উন্নয়ন সাংবাদিকতা চর্চায় সাংবাদিক সংসদ অবদান রাখছে। আগামীর সুন্দর বাংলাদেশ বির্নিমানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এসময় যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ইরফানুল হাসান, সি নিউজের বার্তা প্রধান শাহেদ মিজান, দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক কক্সবাজারের প্রধান প্রতিবেদক তাজুল ইসলাম পলাশ, মেগামার্টের সত্ত্বাধিকারি জহিরুল ইসলাম, দৈনিক কক্সবাজারের কর্মকর্তা রেজাউল করিম, দৈনিক আজকের দেশবিদেশের কর্মকর্তা বিজয় কুমার, রাইজিং বিডির কক্সবাজার প্রতিনিধি তারেকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংসদের সদস্য-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাংবাদিক সংসদের প্রয়াত সহ-সভাপতি ছৈয়দ উল্লাহ আজাদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক শহিদুল করিম শহিদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সংসদ, কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস। পরে সাংবাদিক সংসদের যুগ্ম সম্পাদক জিকির উল্লাহ জিকু মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...