উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১২/২০২২ ১:১৯ পিএম
দৃশ্যমান রেল পথ

২০২৪ সালে প্রকল্পের সময়সীমা থাকলেও, এক বছর আগেই চালু হবে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। এরইমধ্যে ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। মন্ত্রী ও প্রকল্প পরিচালক বলছেন, আগামী বছরের জুলাই নাগাদ চলাচলের উপযোগী হবে এ রেলপথ।

ট্রেন চালু হলে পর্যটন শিল্পের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে পাল্টে যাবে এ জনপদের জীবন যাত্রা। কক্সবাজার এলাকায় নির্মিত হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। ২৯ একর জমির ওপর ঝিনুকের আদলে নির্মিত হচ্ছে এই রেল স্টেশন। যার কাজ চলছে দ্রুতগতিতে। যাতে থাকবে আধুনিক সব সুযোগ সুবিধাই।

এই স্টেশনের মতোই দ্রুত এগিয়ে চলছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ। এরমধ্যে শেষ হয়েছে ৭৫ ভাগ। প্রকল্পটির সময়সীমা ২০২৪ সালের জুন পর্যন্ত হলেও প্রকল্প পরিচালকের দাবি, আগামী বছরের জুন-জুলাইয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে এই রেলপথ।

দোহাজারি-ঘুমধুম রেল প্রকল্পের পরিচালক মোহাম্মদ মুফিজুর রহমান জানান, মূল কাজগুলো জুন-জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর টুকটাক কাজ বাকি থাকবে যা সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে। আমরা আশাবাদী ২০২৩ এর মধ্যেই পুরো কাজ শেষ হবে যদিও আমাদের সময়সীমা আছে ২০২৪ পর্যন্ত।

আরও পড়ুনঃ মেট্রোরেলে দিয়াবাড়ি টু আগারগাঁও, বাকি অংশ মতিঝিল যাবেন কীভাবে

একই কথা বলছেন রেলপথমন্ত্রীও। সম্প্রতি নির্মানাধীন রেলপথ ঘুরে তার আশা, কোনও সংকটই বাধা হয়ে দাঁড়াবে না এই রুটে ট্রেন চালুর ক্ষেত্রে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান কোচগুলোতে ছোট জানালা কিন্তু এখানের কোচে বড় জানালা থাকবে যাতে সবাই ভালভাবে প্রকৃতি দেখতে পারে। এছাড়াও স্লিপিং ও এসি কামড়ার পরিমাণ বেশি থাকবে।

স্থানীয়রাও মুখিয়ে আছেন এই রেলপথ চালুর জন্য। তাদের আশা, রেলপথটি চালু হলে পর্যটন শিল্পের পাশাপাশি মৎস্য, বনজ ও কৃষিজ পণ্য পরিবহনও সহজ হবে।

স্থানীয়রা বলেন, কৃষি ও বাণিজ্যিক সকল ক্ষেত্রেই কক্সবাজারের ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণের এই কাজ শুরু হয় ২০১৮ সালে। যাতে ছোটবড় ২৬২টি সেতু, ৯৬টি লেভেল ক্রসিং ও নয়টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এছাড়া বন এলাকায় হাতি চলাচলের জন্য থাকছে আন্ডারপাস। সুত্র: চ্যানেল২৪

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...

উখিয়ায় রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ...

সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ৫০ লাখ, উৎস নিজস্ব তহবিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী সম্ভাব্য ব্যয় ...

ভুক্তভোগীদের আর্তনাদ-‘বন্ধ হোক ঘুষের রাজত্ব’উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও অনিয়মের মহোৎসব

সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া সাব-রেজিস্ট্রার অফিসে চলছে লাগামহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মহোৎসব। সিসিটিভি থাকা সত্ত্বেও ...