প্রকাশিত: ০১/০৪/২০১৭ ১১:৩৪ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ নিয়েছে কক্সবাজারের রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং হাজারো শিক্ষার্থী। শনিবার (১এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মাঠে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এ ব্যাপারে পাড়া-মহল্লায় সচেতনা সৃষ্টির প্রত্যায় নিয়ে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির গর্জনিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব, ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী।

শপথ বাক্য পাঠ শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন-সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির গর্জনিয়া ইউনিয়ন শাখার সভাপতি তৈয়ব উল্লাহ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘এদেশের মানুষ ধর্মান্ধকে মেনে নেবে না। ইসলাম শান্তির ধর্ম। কয়েকজন জঙ্গি বা সন্ত্রাসীদের হাতে দেশ জিম্মি থাকতে পারে না। ছাত্রজনতাই এদেশের শক্তি। তাই প্রতিবাদই যথেষ্ট নয়। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রামে বাড়াতে হবে গণসচেতনতা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মনিরুল ইসলাম, সহকারি প্রাধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, শিক্ষক আবুল কাশেম, ফখর উদ্দিন, আবু মুছা কুতুবি, মিল্টন দত্ত, আহমদ শাহ বাবুল, সিমলা প্রভা দে, ফরিজা বেগম, শাবনূর জাহান, পরিচালনা পর্ষদের সদস্য আরিফুল ইসলাম পান্নু, রামু উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবছার কামাল, গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফ, ছাত্রনেতা আবদুল্লাহ আল মারুফ প্রমূখ। পরে সকাল ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র-ছাত্রী ছাড়াও গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...