প্রকাশিত: ১১/১২/২০১৬ ৭:১৭ এএম

রফিক মাহমুদ, উখিয়া;

উখিয়া-টেকনাফ সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি উখিয়া উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

১০ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় উখিয়া-টেকনাফ সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি হঠাৎ বিদ্যালয়ে আগমন করেন। আগমনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীবৃন্দ ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রী সহ সকলে একযোগে ফুলেল শুভেচ্ছা জানান। এমপি বদি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারীদের সাথে স্বাক্ষাৎ ও পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি হলরুম পরিদর্শন করেন এবং তিনি সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে এমপির সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইসলাম ও প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, বর্তমান শিক্ষা বান্ধব সরকারের উন্নয়নের হাতকে তরান্বিত করতে হলে গ্রাম পর্যায়ে পিছিয়ে পড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ডেলে সাজাতে হবে। তাহলে শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন হবে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে তিনি এসময় বলেন। পরে বিদ্যালয়ের চারদিক পরিদর্শনের সময় বিদ্যালয়ের মাঠের পশ্চিম পার্শ্বের সীমানার দেয়ালের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ, কম্পিউটার ল্যাব, সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবেন। অচিরেই একটি নতুন ভবন দেওয়া আশ্বাস দেন। আর এসএসসি পরীক্ষার্থী ২০১৭ এর ছাত্রছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০ জোড়া কেস (সু-জুতো) দেওয়ার ব্যাপারে জরুরী ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেন। ভবিষ্যতে বিদ্যালয়ে যে কোন সমস্যার সমাধান ও অসমাপ্ত কাজ সমাপ্ত করার আশ্বাস দেন। উক্ত মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান শাওন, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইসলাম, হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদার, উখিয়া উপজেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া খানম, রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আছহাব উদ্দিন মেম্বার, হলদিয়াপালং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহম্মদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে সাংবাদিক এম. সাইফুর রহিম শাহীন, মির্জা মোঃ জহির রায়হান, বাবু পরিমল বড়–য়া, মোঃ আলম, ডাঃ নুরুল কবির, শিক্ষক প্রতিনিধি মৌলভী নুরুল হক আনছারী ও বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল করিম, শিক্ষক কর্মচারীবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...