প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ১০:৩৬ পিএম

জামালপুর প্রতিনিধি: দুই সাংবাদিক ও যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন- বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের জামালপুর প্রতিনিধি ও সাপ্তাহিক বকশীগঞ্জের সম্পাদক গোলাম রব্বানী নাদিম, স্থানীয় উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মতিন রহমান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন।

পুলিশ জানিয়েছে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ফেসবুকে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের আহ্বান জানান। একই ধরনের স্ট্যাটাস দেন সাংবাদিক মতিন রহমান। আর এই স্ট্যাটাস শেয়ার করেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তিনজনকে আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন পেতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির আসিয়ান সভাপতির ভূমিকা ...

চলতি বছরই রোহিঙ্গা ইস্যুতে ৩টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার জন্য মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে দেশটির ...