ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০২/২০২৪ ৫:৫১ পিএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে গ্যাস সিলিন্ডারের আগুনে নারী শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকালে আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারে এ দুর্ঘটনা ঘটে বলে ভাসানচর থানার এস আই নূর হোসেন জানান।

দগ্ধদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর দেহের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাহিদ হাসান।

এস আই নূর হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা সফি আলম নতুন করে গ্যাস ভরার জন্য সিলিন্ডার খালি করছিলেন।

“এ সময় সিলিন্ডারের তলানীতে থাকা গ্যাস ছড়িয়ে পড়ে। তার প্রতিবেশী সানজিদার ঘরে তখন রান্না চলছিল। ফলে বাতাসে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে যায়। তাতে দুই পরিবারের ৫ শিশু, দুজন নারী এবং দুজন পুরুষ দগ্ধ হন।”

আহতদের পরে ভাসানচর থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর দগ্ধ পাঁচ শিশুকে চট্টগ্রামে পাঠানো হতে পারে বলে চিকিৎসক নাহিদ হাসান জানিয়েছেন।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...