প্রকাশিত: ১৮/১১/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৬ এএম

নিউজ ডেস্ক ::
রোহিঙ্গা সংকট মোকাবেলা ও আইন শৃংখলা রক্ষায় কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের প্রশাসন ও ডিসিপ্লিন বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পসহ পাশ্ববর্তী এলাকার অপরাধ দমনে আর্মড ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল কক্স টু ডে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয় জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২৫ আগষ্টের পর থেকে কক্সবাজার জেলা পুলিশ নিরলসভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা কাজ করে যাচ্ছে। সেই সাথে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীও কাজ করে যাচ্ছে। পুলিশের প্রশাসন ও ডিসিপ্লিন বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, বিশ্বের বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ সরকার। বিশেষ নিরাপত্তা বলয় থাকায় আজ পর্যন্ত কোন বড় ধরনের ঘটনা হয়নি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান বলেন, ক্রমান্বয়ে রোহিঙ্গা সংখ্যা বেড়ে যাওয়ার কারনে এবং জেলা পুলিশের উপর তাদের অর্পিত দায়িত্ব পালনের সুবিধার্থে এক হাজার ২২৫ সদস্য বিশিষ্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

যেভাবে আটক করা হয় রোহিঙ্গা বিদ্রোহী আরসার প্রধান আতাউল্লাহকে

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ...

রোহিঙ্গা বিদ্রোহী আরসার প্রধান আতাউল্লাহ সহ ৬ জন আটক

নারায়ণগঞ্জে পাঁচ রোহিঙ্গা বিদ্রোহীসহ ৬ জন গ্রেফতার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান ...

কক্সবাজারে নামাজ পড়তে যাওয়ার পথে, দ্রুত গতির মোটরসাইকেল কেড়ে নিলো প্রাণ

কক্সবাজার শহরের কলাতলির ওশান প্যারাডাইজ হোটেলের সামনের প্রধান সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কিশোর-কিশোরীদের শেখার প্রতিফলন ইভেন্ট অনুষ্ঠিত

উখিয়ায় কিশোর-কিশোরীদের ক্লাব এবং ফ্যামিলি মেম্বারদের জন্য শেখার প্রতিফলন অনুষ্ঠান আয়োজন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ...

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০) ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর তাঁর স্ত্রী ...