
নিউজ ডেস্ক ::
রোহিঙ্গা সংকট মোকাবেলা ও আইন শৃংখলা রক্ষায় কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের প্রশাসন ও ডিসিপ্লিন বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পসহ পাশ্ববর্তী এলাকার অপরাধ দমনে আর্মড ব্যাটালিয়ন নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল কক্স টু ডে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয় জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২৫ আগষ্টের পর থেকে কক্সবাজার জেলা পুলিশ নিরলসভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলা কাজ করে যাচ্ছে। সেই সাথে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনীও কাজ করে যাচ্ছে। পুলিশের প্রশাসন ও ডিসিপ্লিন বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, বিশ্বের বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে বাংলাদেশ সরকার। বিশেষ নিরাপত্তা বলয় থাকায় আজ পর্যন্ত কোন বড় ধরনের ঘটনা হয়নি। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান বলেন, ক্রমান্বয়ে রোহিঙ্গা সংখ্যা বেড়ে যাওয়ার কারনে এবং জেলা পুলিশের উপর তাদের অর্পিত দায়িত্ব পালনের সুবিধার্থে এক হাজার ২২৫ সদস্য বিশিষ্ট ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান ও কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত