প্রকাশিত: ২২/০৭/২০২২ ৬:৪৯ এএম

কক্সবাজারে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় অই ক্যাম্পের হেড মাঝি সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ( ২১ জুলাই) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন, ৪নং ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেন (৫০), একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী (৪০) ও নুর হোসেন (৩৮)।

বিষয়টি মুঠোফোনে টিটিএনকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক। তিনি বলেন, ” সন্ধ্যায় ক্যাম্প-৪ এর হেডমাঝি সহ চারজন কে হামলা চালিয়ে গুলিবিদ্ধ করে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।” এই ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।

আহত হেড মাঝি মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ মোরশেদ বলেন, উগ্রপন্থী সংগঠন আরসা এই হামলা চালিয়েছে। তিনি বলেন,” আরসা কমান্ডার ফারুকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল সন্ধ্যার দিকে এই হামলা চালায়।”

এঘটনার পর ৪নং রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...