প্রকাশিত: ২১/১২/২০২১ ৭:১২ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

মঙ্গলবার(২১ ডিসেম্বর) ভোরে ক্যাম্প-১৪ এর হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্ব এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৪ হাকিমপাড়ায় অভিযান চালিয়ে মৃত আলতাজ মিয়ার ছেলে নুর আলম(৩৫) কে আটক করা হয়। আটক নুর আলমকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার ব্যবহৃত ট্যাংক এর ভিতর থেকে সে ১টি ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড গুলি বের করে দেয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা তিনি।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...