প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৯:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
‘৩য় লিঙ্গ’ হিসাবে খ্যাত হিজড়ারাও রোহিঙ্গা ইস্যুতে পিছিয়ে নেই। এরাও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, টেকনাফের পৌর সভা ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় হিজড়াদের একটি পল্লী রয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের তালিকাভুক্ত এসব হিজড়া বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। তম্মধ্যে প্রায় সকলেই মেয়েলী পোষাকে চলাফেরা করেন। বিয়েবিহীন হিজড়াদের অনেকেই শখ করে শিশু ছেলেমেয়ে দত্তক নিয়ে লালন-পালন করেন।
মিয়ানমার থেকে নির্যানের শিকার হয়ে জোর পুর্বক বাস্তচ্যুৎ রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করলে হিজড়ারা রোহিঙ্গাদের মানবিক সহায়তায় নেমে পড়েন। তাঁরা নিজেদের উদ্যোগে বিভিন্ন ত্রাণ সামগ্রী কিনে রোহিঙ্গাদের মাঝে বিতরণ করতে দেখা গেছে।

পাঠকের মতামত

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা ...

আলোচিত স্কুলছাত্রী টেকনাফের তাসফিয়া হত্যা: এবার তদন্ত করবে পুলিশ

চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের ...