প্রকাশিত: ১৭/০১/২০১৮ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::


রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে সাত দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার (বিশেষ দূত) ইয়াংহি লি। মিয়ানমারের অং সান সু চির সরকার তাঁকে সহযোগিতা করতে ও দেশে ঢুকতে দিতে অস্বীকৃতি জানানোর পর তিনি তাঁর দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ ও থাইল্যান্ড সফর করবেন।

ইয়াংহি লি আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাবেন এবং ৩০ জানুয়ারি পর্যন্ত ওই দেশ সফর করবেন। জানা গেছে, লি তাঁর বাংলাদেশ সফরের বেশির ভাগ সময় কাটাবেন কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে।
সফর শুরুর আগে ইয়াংহি লি বলেছেন, ‘জাতিসংঘ ব্যবস্থায় আমার ওপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের শিকার হওয়া ব্যক্তিদের সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এ দায়িত্ব পালন করার ব্যাপারে আমি অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘আমাকে মিয়ানমারে প্রবেশ করতে না দিয়ে এবং দায়িত্ব পালনে সহযোগিতায় অস্বীকৃতি জানিয়ে আমার কাজকে আরো অনেক কঠিন করে তোলা হয়েছে। কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কাছ থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সব সম্ভাব্য সব উপায়ে আমি তথ্য সংগ্রহ করা অব্যাহত রাখব।’

ইয়াংহি লি মিয়ানমারকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ‘নিপীড়িতদের পক্ষে কথা বলা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন থেকে বিচ্যুত হব না।’

ইয়াংহি লি তাঁর এ সফরে প্রাপ্ত তথ্য আগামী মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদ ২০১৪ সালে তাঁকে স্পেশাল র‌্যাপোর্টিয়ার পদে নিয়োগ দেয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...