প্রকাশিত: ২০/০১/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৭ এএম

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের চৌকষ সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মাত্র ক’দিন আগেই সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন মোহাম্মদ রায়হান কাজেমী।

রায়হান কাজেমীসহ সারাদেশের সহকারী পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। জানা গেছে, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা প্রদান, ছিনতাই দমন ও কক্সবাজারে পর্যটকদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে তার পরিশ্রমের ফসল স্বীকৃতি হিসেবে সিনিয়র এএসপি রায়হান কাজেমীকে এই পিপিএম পদক দেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর কয়েকদিন পরেই তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রায়হান কাজেমী এক প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সাথে ট্যুরিস্ট পুলিশের উদ্ধতন কর্মকর্তা, সহকর্মী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...