প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৭:৪৮ এএম

upসরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলা আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং রাজাপালং ইউনিয়নে রাজা হচ্ছেন কে? রাজাপালং এর রাজা হতে দু, প্রভাবশালী পরিবার থেকেই প্রার্থী হয়েছেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী (নৌকা), নাকি বিএনপির একক প্রার্থী তারেক মাহমুদ চৌধুরী রাজিব (ধানের শীষ)। জানা যাবে আগামী ৪ই জুন। বলা হচ্ছে কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়নটি মুলতঃ সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী পরিবার কেন্দ্রিক। তাই এ ইউনিয়নে ২ চৌধুরী পরিবারের রাজনৈতিক লড়াইও দীর্ঘদিনের। নির্বাচন এলে এ দুটি পরিবারের সদস্য ছাড়া এ ইউনিয়নে প্রতিদন্ধিতা করার মত রাজনৈতিক শক্তি এখনো তৈরী হয়নি। তাই দীর্ঘদিন ধরে রাজাপালং ইউনিয়নে পালাবদল করে শাসন করে যাচ্ছেন এ দুটি পরিবারের সদস্যরা। এবারও এর ব্যাতিত্রুম হয়নি। উপজেলার অন্য ৪ টি ইউনিয়নে একাধিক প্রাথী থাকলেও শুধুমাত্র রাজাপালং ইউনিয়নে দু,পরিবারের দু প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী অপরদিকে ধানের শীষ প্রতীক পেয়েছেন সাবেক সাংসদ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান  চৌধুরীর পুত্র তারেক মাহমুদ রাজিব চৌধুরী। রাজাপালং ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬৩৪ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৭ হাজার ২৩৮ জন। তৎমধ্যে মহিলা ভোটার ১৬ হাজার ৩৯৬ জন। সাধারণ ভোটারদের ধারণা লড়াই হবে সেয়ানে সেয়ানে। উভয় চৌধুরী পরিবারের প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ২ অপেক্ষাকৃত তরুন প্রার্থীকে নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই। আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী পুণরায় চেয়ারম্যান নির্বাচিত হবে। রাজাপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছেন। বিগত ৫ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা হারানো চেয়ারম্যানগিরি ফিরে পেতে কোমর বেধে মাঠে নেমেছে। বিএনপি নেতাকর্মীদের মতে, সুষ্ঠ নির্বাচন হলে বিএনপির একক প্রার্থী তারেক মাহমুদ রাজিব চৌধুরী জয়লাভ করবেন। এখনো পর্যন্ত উভয় প্রার্থীর বড় ধরনের শোডাউন দেখা যায়নি। অন্যান্য নির্বাচনের চেয়ে এ নির্বাচন ব্যতিক্রম। কারণ এ প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। প্রতিবারই উভয় পরিবারের মধ্যে চেয়ারম্যান পদে লড়াই হয়ে থাকে। শুধুমাত্র ক্ষমতার পালাবদলে চেয়ারম্যান পদটি হাত-বদল হয়। এর ব্যাতিক্রম হয়নি এখনো পর্যন্ত। নৌকার প্রার্থী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির সহযোগীতায় ইতিমধ্যে রাজাপালং ইউনিয়নে রাস্তাঘাট, স্কুল-কলেজ, কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে বিগত ৫ বছর ধরে মানুষের সেবা করেছি। কারো কোন অর্থ আত্মসাৎ করিনি।তাই তিনি আশাবাদী চেয়ারম্যান হিসেবে ভোটাররা যোগ্য প্রার্থীকেই বেচে নেবে। বিএনপি দলীয় ধানের শীষের একক প্রার্থী তারেক মাহমুদ রাজিব চৌধুরী বলেন, আমাদের পরিবার একটি রাজনৈতিক পরিবার,বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে দীর্ঘদিন ধরে এলাকার জনগনের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছে এ পরিবারটি। এ পরিবার থেকে একাধিকবার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এলাকার জনগনের সাথে আমাদের আত্বার সম্পর্ক। তারা আমাকে নিরাশ করবেন না।

পাঠকের মতামত

মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...