প্রকাশিত: ১০/০২/২০১৮ ৮:২০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৮ এএম
গ্রেপ্তার হতে পারেন তারেক-তারেক-লন্ডন-গ্রেপ্তার-rtvonline-দূতাবাস-হামলা-জিয়া-অরফানেজ-ট্রাস্ট-মামলা

নিউজ ডেস্ক::

গ্রেপ্তার হতে পারেন তারেক-তারেক-লন্ডন-গ্রেপ্তার-rtvonline-দূতাবাস-হামলা-জিয়া-অরফানেজ-ট্রাস্ট-মামলা

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলায় মদদের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন খালেদা জিয়ার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। খবর আনন্দবাজারের।
খালেদা জিয়া বৃহস্পতিবার জেলে যাওয়ার আগে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মনোনীত করে যান। জেলে যাওয়ার পরে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে প্রথম বিবৃতিটিও দিয়েছেন অর্থপাচারের অন্য একটি মামলায় ৭ বছরের কারাদণ্ড পাওয়া তারেক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তারেককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
খালেদার রায়ের বিরুদ্ধে বুধবার একদল বিক্ষোভকারী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি জমা দিতে গিয়ে হামলা চালায়। কিছু আসবাবপত্র ভাঙার পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি দেওয়াল থেকে নামিয়ে মাটিতে ফেলে মাড়ায় বিক্ষোভকারীরা। এসময় বঙ্গবন্ধুর ছবিতে জুতা মারার ঘটনাও ঘটে। দীর্ঘক্ষণ এই অরাজকতা চলার পরে পুলিশ এসে বিক্ষোভ ভেঙে দেয়। স্থানীয় বিএনপি নেতা নাসির আহমেদ শাহিনকে গ্রেপ্তার করে স্কটল্যান্ড ইয়ার্ড।
নাসির পুলিশকে জানান, তারেকের নির্দেশেই তারা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন তারেক রহমানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে লন্ডন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে।
বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার আরও জানায়, বিদেশি দূতাবাসে হামলার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। প্রধান আসামিকে গ্রেপ্তারের কথা বিবেচনা করছে স্কটল্যান্ড ইয়ার্ড।
বিএনপি সূত্রের খবর, বৃহস্পতিবার আদালতে যাওয়ার আগেও খালেদা প্রায় ৪৫ মিনিট কথা বলেন তারেকের সঙ্গে। দল চালানোর বিষয়ে ছেলেকে পরামর্শ দিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী। আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘দলকে ঐক্যবদ্ধ করে আগলে রেখো।’ বিক্ষোভ আন্দোলন থেকে যাতে অশান্তি না ছড়ায়, সে বিষয়ে সতর্ক করে দিয়ে যান ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে। পুত্রবধূ জেবায়দা ও ছোট্ট নাতনি জাইমার সঙ্গেও কথা বলেন খালেদা।
ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে লন্ডন থেকে বিবৃতিতে তারেক বলেছেন, শাসক দল বাংলাদেশে সম্পূর্ণ স্বৈরাচার কায়েম করেছে। বিচার ব্যবস্থাকেও তারা কুক্ষিগত করেছে। এ দিনের রায়ে প্রমাণ হয়েছে, এই অবৈধ সরকারের আমলে বাংলাদেশে আর ন্যায়বিচার সম্ভব নয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...