আতিকুর রহমান মানিক, কক্সবাজার::
প্রধান প্রজনন মৌসুম মা-ইলিশ সংরক্ষন কার্যক্রম উপলক্ষে সরকার গৃহীত কর্মসূচীর অংশ হিসাবে কক্সবাজারে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছেন যৌথ টীম। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত টীম বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন এলাকা ও হাটবাজারে এ অভিযান পরিচালনা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান, সকাল ১০ টা থেকে যৌথ টীমের এ অভিযান শুরু হয়। এসময় শহরের বাহারছড়া বাজার, গোলদীঘির পাড় সংলগ্ন বৌ বাজার ও বড় বাজারে মাছের ডিপো-আড়তসমূহে নজরদারী করা হয়। কিন্তু কোন বাজারে ইলিশ মাছ বিক্রি করতে দেখা যায়নি। এরপর মাঝির ঘাট, বিএফডিসি ঘাট ও বিমানবন্দরের সড়কের বিভিন্ন বরফ কল, হিমাগার/ডিপো এবং বাঁকখালী নদীতে নোঙ্গর করা বিভিন্ন ফিশিং বোটে তল্লাশী ও পরিদর্শন করা হয়। নুনিয়াছড়া বি অাই ডাব্লিউ টি সি জেটি সংলগ্ন এলাকায় জেটি এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড’র যৌথ চেকপোস্টও পরিদর্শন করেন টীমের সদস্যরা। অভিযান সমন্বয়কারী ও মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ছালেহ আহমদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা এএকেএম মোখলেসুর রহমান, দশ একর/এগার একর চিংড়ি চাষ প্রকল্প (এডিবি) প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ অভিযানে নেতৃত্ব দেন। সদর মডেল থানার পুলিশফোর্স এসময় উপস্হিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা, সাগরে ইলিশ মাছের ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করন, ও ইলিশ মাছ বেচাকেনা-পরিবহন নিরুৎসাহিত করতে আগামী ২ নভেম্বর পর্যন্ত জেলার নদ-নদী-সাগর, হাট বাজার, বরফ কল, আড়ত ও হিমাগারে নজরদারী এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।
পাঠকের মতামত