প্রকাশিত: ২৯/০৪/২০২২ ৪:৫৫ পিএম

মদিনায় মসজিদে নববির ভেতরেই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ‘চোর’ বলে ডেকেছে এক দল পাকিস্তানি। শুক্রবার ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সৌদি আরব সফরে যান শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিলওয়াল ভুট্টো জারদারি, মিফতাহ ইসমাইল, নবাবজাদা শাহজাইন বুগতি, মরিয়াম আওরঙ্গজেব, খাজা আসিফ, চৌধুরী সালিক হুসেন, ডা. খালিদ মকবুল সিদ্দিকি প্রমুখ।

বৃহস্পতিবার বিকেলে সফরসঙ্গীদের নিয়ে মসজদি নববিতে যান প্রধামন্ত্রী শেহবাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দলটি মসজিদে প্রবেশের পরপর সেখানে থাকা পাকিস্তানি হাজিরা তাদের লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়া শুরু করে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, নবাবজাদা শাহজাইন বুগতি ও মরিয়াম আওরঙ্গজেবকে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ করছেন হাজিরা। এসময় কয়েক জন তাদেরকে টানা-হেচড়াও করেন। পরে সৌদি নিরাপত্তা রক্ষীরা তাদের সরিয়ে নিয়ে যায়।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...